সংগঠন করিয়া কী হইবে?

সংগঠনের কাজ না করে, উড়ে এসে জুড়ে বসে সংগঠন নিয়ে বা সংগঠনের জন্য কিছু বলাটা দৃষ্টিকটু লাগতে পারে, এই আশঙ্কা মাথায় রেখেই লিখতে বসেছি। প্রথম থেকে এই অব্দি বেশ অক্রিয় ভূমিকায় ধুকে ধুকে কোনরকম ঝুলে আছি মাত্র, তবুও যেহেতু এসো বন্ধুদেরই হাতে গড়া, উপরন্তু আদা-জল খেয়ে উঠে পড়ে যারা এসোর হালে নিরন্তর ঘাম ঝরাচ্ছে, তাঁদের মধ্যে আমার সহোদরা এবং খুব ঘনিষ্ঠ বন্ধু থাকায় কার্যত একাধিক চোখ দিয়ে এসোকে দেখেছি নিয়ম করেই। সেই অর্থে, অসম্পূর্ণ হলেও, এসোর এই দশক যাত্রা খুব অচেনা বা অজানা নয়।